জুড়ী উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:
আসন্ন জুড়ী উপজেলা পরিষদ উপনির্বাচন ২৯মার্চ। নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী ১১মার্চ প্রতিক বরাদ্দের দিন ধার্য্য ছিল। এ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা সহকারী জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার জহিরুল ইসলামের কার্যালয়ে জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়। মৌলভীবাজার জেলা সহ সভাপতি ও জুড়ী উপজেলা যুগ্ন আহবায়ক ও পশ্চিমজুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান, আ’লীগ সমর্থীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম (আনারস), অপর প্রার্থী জুড়ী উপজেলা মহিলা আ’লীগ সভাপতি গুলসান আরা চৌধুরী মিলি (ঘোড়া), জুড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও পূর্বজুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ (উড়োজাহাজ), উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক স্বতন্ত্র প্রার্থী এম এ মুহিত শিপলু (দোয়াত কলম), উপজেলা মহিলা বিএনপি সভাপতি স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা (মোটরসাইকেল), জুড়ী উপজেলা দূনীতি প্রতিরোধ কমিশন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম (তারা মিয়া স্যার) (কাপ পিরিছ) প্রতিক পেয়েছেন। প্রতিক পাওয়ার পর থেকে প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে জুড়ী উপজেলা । উল্লেখ্য যে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২০দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন বয়কট করা হয়েছে।