হরতাল ও অবরোধের সমর্থনে মহানগর ছাত্রদলের মিছিল
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের ২য় দিনে নগরীর টিলাগড় রোডের আরামবাগ পয়ণ্টে হরতালের সমর্থনে মহানগর ছাত্রদল বিােভ মিছিল বের করে । মিছিল পরবর্তী পথ সভায় বক্তরা মহানগর ছাত্রদল নেতা মারুফ আহমদ, স্লটই দাস, এনামুল হক শামিম, আক্তার হুসেন বীরু, লিমন আহমদ সহ গ্রেফতার কৃত সকল নেতা- কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান । বিােভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা বেলায়ত হুসেন মোহন, আবু হানিফ, লুৎফুর রহমান, অলি চৌধুরী, খালেদুর রহমান বাপ্পি, জুবের আহমদ, রুবেল ইসলাম, রাবেল আহমদ, মিসলু আহমদ রাজ, শেখ ওয়াহিজ্জামান সোহান, সাইদ হুসেন, নাজমুল ইসলাম রাজন আসচারজ, জুয়েল আহমদ নিপু , ফরহাদ আহমদ হৃদয় , ইমদাদুল হক রাহাত , সুফিয়ান আহমদ,সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি