আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনাইটেড রাইটার্স ওর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলে এবং ২০১৫-১৬ বছরের কার্যকরি কমিটি গঠনের জন্যে একটি সভা ২১ শে ফেব্র“য়ারী ’১৫ শনিবার ইউনাইটেড রাইটার্স ওর্গানাইজেশনের অস্থায়ী কার্যালয় সিলেটের নিজ জালালপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগী এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আইজ্ অন বাংলাদেশের উপদেষ্টা মো: লুৎফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: ফখরুল ইসলাম। ইউনাইটেড রাইটার্স ওর্গানাইজেশনের ২০১৫-১৬ এর কার্যকরি কমিটি গঠন করা হয় যথাক্রমে সভাপতি মো: ফখরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ ওবায়দুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী তুহিন, অর্থ সম্পাদক রায়হানুল হক, ৩ জন নির্বাহী সদস্য হলেন-আরিফা আশরাফ তামান্না, সাইফ উদ্দিন আহমেদ এবং অশোক বিজয় দাশ।
প্রধান অতিথির ভাষণে মো: লুৎফুর রহমান বলেন-“বাঙ্গালীর অসামান্য অবদানের ফসল আজকের আমাদের মাতৃভাষা। আজ আমরা গৌরবান্বিত যে আমাদের মাতৃভাষা বিশ্ব দরবারে আন্তর্জাতিক ভাষা হিসেবে অবদান রেখে যাচ্ছে। আমরা যেন এই ভাষা তথা আমাদের বাঙ্গালী জাতির মান-মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। সে লে ইউনাইটেড রাইটার্স ওর্গানাইজেশন কাজ করবে বলে আমাদের বিশ্বাস।