বড়লেখায় জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা বাস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে উপজেলা জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছে গত ১৪ ফেব্রুয়ারী। আসামীদের মধ্যে শিবিরকর্মী আব্দুস সামাদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের আজব উদ্দিনের ছেলে। থানা পুলিশ সুত্রে জানা গেছে- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলামকে ১নং ও জামায়াত নেতা খিজির আহমদ, ফয়সল আহমদ এবং উপজেলা শিবির সভাপতি রুহুল আম্বিয়া সুমনসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এসআই আক্তারুজ্জামান এ মামলা করেন। থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে জানান- এ মামলার এজাহার নামীয় আসামী আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিলেটের বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) বাসে পিকেটাররা হামলা চালিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।