এমসি কলেজে প্রানের উৎসবে মানুষের ঢল
মুকিত তুহিনঃ বসন্ত বাতাসে সই গো/বসন্ত বাতাসে/বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। ভাটি বাংলার কন্ঠ শাহ আব্দুল করিমের বাউল- কন্ঠে ঋতুরাজ বসন্তকে নিয়ে এভাবে বরণ করার ডালা সাজিয়েছেন । শীতের শিক্ততা মুছে দিয়ে প্রকৃতিতে জেগে উঠছে নবীন জীবনের ঢেউ। নীল আকাশে সোনা ঝরা আলোকের মতই হুদয় আন্দোলিত। ‘আহা! কি আনন্দ আকাশে বাতাসে। ‘আহা! আজি এ বসন্তে/এত ফুল ফোটে এত বাঁশি বাজে/এত পাখি গায়। কবিগুরু রবিন্দ্রনাথের বিখ্যাত এই গানের সুরে সুর মিলিয়ে এবারও প্রতি বারের মতো এমসি কলেজ প্রাঙ্গনে বসন্ত উৎসবের আয়োজন করে মোহনা সাংস্কতিক সংগঠন।
আলোচনা সভার পাশাপাশি আয়োজনে ছিল মোহনা সাংস্কতিক কর্মীদের পরিবেশনায় নাটিকা, আবৃওি, ফ্যাশন শো, নৃত্য ও বাউল গান। অনুষ্টানে সভাপতিত্ব করেন মোহনা সংগঠনের সভাপতি দোলন আহমদ এবং অনুষ্টান সঞ্চালনা করেন আশীষ চন্দ্র তালুকদার। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান পান্না রানী রায়,বাংলা বিভাগের প্রধান ড. সাহেদা আখতার, মোহনা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল্লা আল মামুন,আতিকুর রহমান আতিক, খালেদ মাসুদ,সাবেক সহ সভাপতি সংকর দেবনাথ,সংগঠনের আজীবন সদস্য নাসির উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ওলিউর রহমান সামি,সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন শাম্স, লিংকন, উজ্জল, শাহনাজ, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সঞ্জয় চৌধুরী, কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, কে এ সুমন,হারুনুর রশিদ,আলতাফ হোসেন মুরাদ প্রমুখ।