ছাতকে আরএইচস্টেপ প্রজেক্টের আওতায় ৭০জন কিশোরীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

CHh p 3মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি :  ছাতকে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী মাঝপাড়া গ্রামের ৭০জন কিশোরীকে বিনা মূরে‌্য চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সিলেট ওসমানী কলেজ হাসপাতালের আরএইচস্টেপ প্রজেক্টের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আমিরুল হক’র সভাপতিত্বে এবং আরএইচস্টেপ টেনিং প্রোগ্রামের কাউন্সিলর আম্মাতুস সালামের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটিতে স্থানীয় প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রজনন, স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচীর আওতায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, ডা. মজিনা বেগম, ইউপি সদস্য চাঁন্দ আলী, শামছুল হক, ইউপি সদস্যা ছাদিকা বেগম, সমাজ সেবক নুর উদ্দিন, সমাজ কর্মী সুফিয়া বেগম, রুহুল আমীন তালুকদার, জুয়েল আহমদ, জাবের আহমদ, সবুজ আহমদ প্রমূখ।