হবিগঞ্জ সোসাইটি ইউকের দোয়া মাহফিল অনুস্টিত
জিয়া তালুকদার, বার্মিংহামঃ যেকোন মৃতু কষ্টদায়ক আর তা যদি হয় অতি আদরের মা বাবা, তাহলে আরো বেধনাদায়ক। অধরার সবচেয়ে অমূল্য সম্পদ মা বাবা।কথাগুলো উল্লেখ করেন ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ। গতকাল বার্মিংহামের এমটি ক্যাটারিং হলে হবিগঞ্জ সোসাইটি ইউকে আয়োজিত দোয়া মাহফিলে সোসাইটির উপদেষ্টা শমশেদ বক্ত চৌধুরীর বাবা মরহুম জমশেদ বক্ত চৌধুরী(৮৬), সেক্রেটারি এম এ মুন্তাকিম এর মাতা মুরহুমা রাবেয়া চৌধুরী(৭৬) ও কার্যকরী পরিষদের সদস্য উবায়দুল কবীর খোকন এর বাবা মরহুম আব্দুস সাত্তার(৮২) এর মাগফেরাতের জন্য দোয়া করা হয়। হবিগঞ্জ সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন তালুকদার এর পরিচালনায় দোয়া মাহফিল অনুস্টিত হয়।এতে বার্মিংহামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংঘঠনের নেত্রিবৃন্দ্ব উপস্তিত ছিলেন।তন্মধ্য সোসাইটির উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইকবাল, ট্রেজারার ময়নুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, প্রবীন কমরেড মসুদ আহমেদ, বাংলা ভয়েসের সম্পাদক ও বাংলা প্রেসক্লাব বার্মিংহাম সভাপতি মোহাম্মদ মারুফ, বিশিষ্ট কমিউনিটি নেতা কবির উদ্দিন, চ্যানেল আই মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ, বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের সহ সভাপতি ও এটিএন বাংলার ওয়েস্টমিডল্যান্ড চীপ কায়সারুল ইসলাম সুমন, আওয়ামিলীগ নেতা আকমল খান, বিশিষ্ট সাংবাদিক আশ্রাফুল ওয়াহিদ দুলাল, বাংলা টিভির মিডল্যান্ডস চীফ মোরশেদ চৌধুরী, হবিগঞ্জ সোসাইটির অন্যতম সদস্য এবি চৌধুরী অপু, শায়েক আহমেদ, বাপ্পি চৌধুরী, জাসদ নেতা সোহেল আহমেদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল চৌধুরী সুইট, মুক্তিযোদ্বা আব্দুল হামিদ, বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন, আওয়ামিলীগ নেতা সাইফুল আলম, কামাল আহমেদ,প্রবীণ মুরব্বি সাত্তার মিয়া, কমিউনিটি নেতা লিটু আহমেদ, আমিরুল ইসলাম বেলাল, সানু মিয়া, এরোলাক্স ট্রাভেলস এর আরিফ আহমেদ, প্রাইম ব্যাংকের ম্যানাজার সাকিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর নুর, জেবতিক রাজিব, তানভির চৌধুরী রিয়াজ, তারেক চৌধুরী সহ আরো অনেকে। মোনাজাত শেষে সবাইকে সিরনি খাওয়ানো হয় ও সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহফিল সমাপ্তি ঘোষনা করেন।