ফেঞ্চুগঞ্জে প্রথম দিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
সারাদেশে মাসব্যাপী চরম রাজনৈতিক সহিংসতা, হরতাল অবরোধের মধ্যেও ফেঞ্চুগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অঘটন ঘটেনি। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মূল কেন্দ্র কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে মোট ১০১০ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই উপস্থিত ছিল। ফরিদা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (ভ্যানু) মোট ২৯৮ জন পরীক্ষার্থীদের মধ্যে এবং মাহমুদ-উস-সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ (ভ্যানু) মোট ৩১৫ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই উপস্থিত ছিল।
এদিকে ফেঞ্চুগঞ্জ একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া মাদ্রাসায় মোট ২৬৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৬০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৩ জন অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ফরিদ উদ্দিন জানান। মূল কেন্দ্র কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহাদুজ্জামান। ফরিদা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাহমুদ-উস-সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের দায়িত্বে ছিলেন যথাক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়ূব আলী এবং অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। পরীক্ষা চলাকালীন সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন এবং ভিজিলেন্স অন্যতম সদস্য ফেঞ্চুগঞ্জ প্রেসকাব সভাপতি জিয়া খালেদ সর্বমোট ৪ টি কেন্দ্রের মধ্যে ৩ টি কেন্দ্র পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি