বন্দরবাজারে বিএনপির মিছিল : আটক ২
সুরমা টাইমস ডেস্কঃ নগরীতে মিছিল-সমাবেশে করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা নগরীর বন্দরবাজার মহাজনপট্টি পয়েন্ট থেকে মিছিল বের করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। এ সময় দুই জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শরা জানান, অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খাদেলা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা নগরীর বন্দরবাজার মাহজনপট্টি পয়েন্ট থেকে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা সটকে পড়েন। এ সময় হোসেন আহমদ রুহুল ও মুক্তাদির খান নামের দুই যুবদল কর্মীকে আটক করে।