বাসে অবরোধকারীর আগুন, আটক ৩
সুরমা টাইমস রিপোর্টঃ সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় বাসের চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসে আগুন দিয়ে অবরোধকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় এলাকাবাসী পানি ঢেলে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি আংশিক পুড়ে গেছে। একই স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ নাশকতার অভিযোগে সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম ও আব্দুল হাই ও বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী হেলাল উদ্দিনকে আটক করেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।