ছাত্রলীগকর্মী পংকির উপর হামলাকারী ছাত্রদলকর্মী গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ ছাত্রলীগকর্মী পংকি আহমদের উপর হামালার ঘটনায় ছাত্রদলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলী আহমদ। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।
আলীকে আটকে সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।
পংকীর মামা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান- পংকীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আলী প্রধান আসামী ছিল। তার নেতৃত্বেই এ হামলার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহপরাণ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগ কর্মী পংকী আহমদ। দুর্বৃত্তরা তার ডান হাতের কবজির রগ ও দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেয়। এ ঘটনার জন্য ছাত্রলীগ দায়ি করে ছাত্রদল ও শিবিরকে।