নবীগঞ্জের মুক্তাহারে আবারো দেশীয় মদের জমজমাট ব্যবসা : বিপথগামী যুব সমাজ
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দেশী মদের রমরমা ব্যবসার কারনে ঐ গ্রামসহ আশপাশের গ্রামের যুব সমাজ বিপথগামী হয়ে নানন অপকর্মে লিপ্ত হচ্ছে। গ্রামের সচেতন লোকজন বার বার মদ ব্যবসায়ীদেরকে এ কাজ থেকে বিরত থাকার কথা বললেও এতে কোন কাজ হয়নি।
জানাযায়,নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তহার গ্রামের বানী কান্ত দাশ ওরফে ধুলি,কামনা দাশ,বানী রানী দাশ,রেনু বালা দাশ গংরা দীর্ঘদিন যাবত নিজেদের বাড়ীতে দেশীয় মদের রমরমা ব্যবসা করে আসছে। গ্রামবাসী বার বার তাদের এ কাজের প্রতিবাদ করেও কোন সুফল পাওয়া যায়নি। মদ ব্যবসায়ীদের এ কাজ থেকে বিরত থাকতে গ্রামে কয়েকবার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যারা মদ বিক্রি করবে তাদেরকে উপর ৫ শত টাকা জরিমানা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা। একটি কুচক্রী মহলের ইন্দনে তাদের এ কাজ তারা বীরদর্পে চালিয়ে যাচ্ছে। হাতের নাগালে মাত্র ৫০ টাকার বিনিময়ে দেশী মদ পেয়ে এলাকার যুব সমাজ দিন দিন নেশাগ্রস্থ হয়ে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপাওে কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই গ্রামবাসী দেশীর মদের ব্যবসা বন্ধে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।