বিজেপি সভাপতির ফোনালাপ নিয়ে মিথ্যাচারে আ.লীগ
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহর ফোনের মাধ্যমে যে কুশালাদি বিনিময় হয়েছে তা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাসায় শনিবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রিজভী। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।
দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সরকার সহিংসতা করে বিএনপি জোটের উপর দায় চাপিয়ে দিতে পারে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
বিরোধী দলের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য মিথ্যাচার। দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে না। বরং আওয়ামী লীগ সরকার টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। এদিকে সপ্তম দিনের মত অবরুদ্ধ সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৩ জানুয়ারি থেকে অবরুদ্ধ আছেন তিনি।