চুনারুঘাটে প্রত্যয় সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প
এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামে ‘প্রত্যয়’ মানব কল্যাণমূল সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ৮৫ জন গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ১০০ জন রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয়। বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সাটিয়াজুরী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, ইউপি সদস্য আলহাজ মিয়া ও জহুর আলী, সাটিয়াজুরী ইউপি ছাত্রলীগের সভাপতি ডাঃ মুশাহিদুল ইসলাম সেলিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রত্যয় সংগঠনের সভাপতি এস.এম সুমন, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারন সম্পাদক রুমন আহদম ও কোষাদক্ষ সেলিম মিয়া। ফি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সিলেট বার্ড হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডাঃ নীলকান্ত গোস্বামী, ডাঃ রহিমা খাতুন। উলেখ, প্রধান অতিথি আবু তাহের উক্ত সংগঠনে ১টন চাল দিবেন বলে আশ্বাস দেন। প্রত্যয় সংগঠনটি মৌলিক শিক্ষা, রক্তদান ও ফি মেডিকেল ক্যাম্প ও সমাজের অসহায় মানুষদের সেবা নিয়োজ রয়েছে। আর সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান সংগঠনের সদস্যরা।