বালাগঞ্জে নিরুত্তাপ হরতাল পালিত
বালাগঞ্জ প্রতিনিধি: জামাতের ডাকা দেশব্যাপী হরতালের প্রথম দিন গতকাল বুধবার বালাগঞ্জে নিরুত্তাপ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
উপজেলা সবক’টি রাস্তায় বড় ধরনের তেমন যানবাহন চলাচল লক্ষ্য কার না গেলেও সিএনজি অটোরিক্রাসহ হালকা যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করেছে। হাট বাজার গুলোতে মানুষের আনাগগুনা ছিল স্বাভাবিক। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান নিয়ম মাফিক তাদের কর্মকান্ড পরিচালনা করেছে। নিরুত্তাপ এ হরতাল কর্মসুচ চলাকালে উপজেলা কোথাাও কোন ধরনের পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন ধরনের নাশকতারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল দিয়েছে।