সহস্রাধিক যাত্রী নিয়ে ধানক্ষেতে দ্বীপরাজ
সুরমা টাইমস ডেস্কঃ কীর্তনখোলা নদীর চরে সহস্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়া লঞ্চ এমভি দ্বীপরাজের যাত্রা বাতিল করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার রাত ১১টায় লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে বলে বরিশাল বন্দর বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
ফলে লঞ্চে থাকা যাত্রীরা চরম ভোগান্তি পড়েছেন। তীব্র শীতের মধ্যে যাত্রীরা চরে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। এর আগে রাত ৯টায় লঞ্চটি বরিশাল বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যাওয়ার পথে ঘনকুয়াশার কারণে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় দিক হারিয়ে চরে উঠে যায়।
অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার বাংলামেইলকে জানান, লঞ্চটি একেবারে চরের উপরে উঠে যাওয়ার কারণে নামানো সম্ভব হয়নি।
এ কারণে বিষয়টি নিয়ে ঢাকা অফিসের সঙ্গে কথা বলে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।