নিখোঁজ বিমান : অনুসন্ধান এলাকা ছোট করা হয়েছে
মালয়েশিয়ার নিখোঁজ বিমান অনুসন্ধানের জায়গা ছোট করে আনা হয়েছে। এ সপ্তাহজুড়ে হারানো বিমানের অসংখ্য সংকেত শুনতে পেয়ে অনুসন্ধানকারীরা ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছেন, যেখানে বিমানটি খুজেঁ পাওয়া যাবে বলে তাদের বিশ্বাস। বৃহস্পতিবারের অনুসন্ধানে ১৪টি বিমান ও ১৩টি জাহাজ ব্যবহার করা হচ্ছে। অনুসন্ধান এলাকা ৯৭ হাজার ৯২৩ বর্গকিলোমিটার এলাকায় কমিয়ে আনা হয়েছে। বুধবার এর পরিমাপ ছিল ৭৫ হাজার বর্গকিলোমিটার। ধারণা করা হচ্ছে, এ এলাকার মধ্যে বিমানটি খুঁজে পাওয়া যাবে। তবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সত্যিই কী হচ্ছে তা বলা মুশকিল।
উল্লেখ্য, গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এমএইচ ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হয়।