উৎসবমূখর পরিবেশে হাফিজ মজুমদার শিা ট্রাষ্ট্রের ৩১তম বৃত্তি পরীা সম্পন্ন
গতকাল ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার হাফিজ মজুমদার শিা ট্রাষ্ট্র জকিগঞ্জের ৩১তম প্রাথমিকস্থর বৃত্তি পরীা সম্পন্ন হয়। কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২.৫০০ শিার্থী এই পরিায় অংশ গ্রহন করে। ২.৫০০ শিার্থীদের মধ্য থেকে মেধাবী ৩৩০জন শিার্থীকে বৃত্তি প্রদান করা হবে। সকাল ১১ঘটিকায় একযোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নির্ধারিত ৮টি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে এই পরিা অনুষ্টিত হয়। পরিায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পর্যায়ক্রমে প্রধান শিক আব্দুল মতিন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়, প্রধান শিক আব্দুল আজিম ইসামতি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক আহমদ আল কবির সুনাসার উচ্চ বিদ্যালয়, অধ্য আজির উদ্দিন গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ, অধ্য আব্দুল বাছিত খান জিএমসি একাডেমী, অধ্য বিবেক বিহারী বিশ্বাস গুরুসদর স্কুল এন্ড কলেজ, প্রধান শিক অনুকুল চন্দ্র দাস ইমদাদ মজুমদার বিদ্যা নিকেতন, ভারপ্রাপ্ত প্রধান শিক জামাল উদ্দিন জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়।
শান্তিপুর্ণ ভাবে সকল কেন্দ্রে বিকাল ২ঘটিকায় পরিা সম্পন্ন হয়। বৃত্তি পরিায় কর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাদ মজুমদার বিদ্যা নিকেতনের প্রধান শিক কুতুব উদ্দিন, সহ কর্ডিনেটরের দায়িত্বে ছিলেন হাফিজ মজুমদার শিা ট্রাষ্ট্র জকিগঞ্জের সহকারী সচিব শুভ্র কান্তি দাস চন্দন। হাফিজ মজুমদার ট্রাষ্ট্র সিলেটের পে সরজমিনে সকল পরিা কেন্দ্র পরিদর্শন করেন খায়রুল আলম ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য ও সিনিয়র অফিসার পূবালী ব্যাংক লি: সিলেট এবং চিত্রশিল্পী ভানু লাল দাস প্রশাসনিক কর্মকর্তা হাফিজ মজুমদার ট্রাষ্ট্র সিলেট।