নবগঠিত জকিগঞ্জ বিএনপিকে অভিনন্দন
জকিগঞ্জ প্রতিনিধি: নবগঠিত জকিগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বদরুল হক খসরু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির শাহ চৌধুরী হেলাল। এক বিবৃতিতে তাঁরা বলেন উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে উপজেলা বিএনপি সুসংগঠিত হবে। রাজপথে বাকশাল আওয়ামীলীগ সরকারের পতনে তুমুল আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারবে। সরকারের পতন ঘটাতে জকিগঞ্জ উপজেলা বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।