‘শাবি খুলতে হবে, আমাদের দাবি মানতে হবে’

SUSTশাবি প্রতিনিধিঃ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খোলার সিদ্ধান্ত জানাতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ‘শাবিপ্রবি খুলতে হবে, আমাদের দাবি মানতে হবে’র ব্যানারে সাধারন শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন শেষে এ আল্টিমেটাম দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় খুলে দেয়াসহ ৫ দফা দাবিতে ভিসিকে স্বারকলিপি দেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জরুরী সভা করে অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ার জন্য ভিসিকে পরামর্শ দেয়া। জানা যায়, শাবি ছাত্রলীগের দুই পক্ষের বন্দুক যুদ্ধের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া ক্যাম্পাস ২৬ দিন পেরিয়ে গেলেও খোলার ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, অবিলম্বে বিশ্ববিদ্যালয় খোলে দেয়া, ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সেশনজট কমাতে ‘শর্ট সেমিস্টার’ চালু করা, সাপ্তাহিক বন্ধ কমিয়া একদিন করা এবং যথাযথ সময়ে ফলাফল প্রকাশ করা। ১৮ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত না জানালে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে আন্দোলনের সমন্নয়কারী মো. হাবিবুর রহমান জানিয়েছেন।