সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করবে কোস্ট গার্ড : প্রধানমন্ত্রী
পটুয়াখালী প্রতিনিধিঃ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করবে বলে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে দেশের প্রথম কোস্ট গার্ড প্রশিক্ষণ কেন্দ্র সিজি বেইজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিপুল অর্থনৈতিক সম্ভাবনাময় এ ক্ষেত্রটি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় যে পদক্ষেপ নেয়া প্রয়োজন, আমরা তা নিচ্ছি।’
তিনি বলেন, নদীপথের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিজি বেইজ অগ্রযাত্রা দেশের কোস্ট গার্ডের মান উন্নয়নে ভূমিকা রাখবে। এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে এ প্রশিক্ষণ ঘাঁটি ইতিবাচকভাবে কাজ করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সুবিশাল উপকূলীয় অঞ্চলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কোস্ট গার্ডের অন্যতম কর্তব্য। মংলা ও পায়রা বন্দরের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালানি কিংবা দস্যুতা রোধে এ বাহিনী কাজ করে। চোরাচালান সম্পূর্ণ রোধ করতে পারলে ব্যবসায়িকভাবে আরো সফলতা অর্জন সম্ভব।’
এ ছাড়া প্রধানমন্ত্রী ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে বেলা সোয়া ২টার দিকে হেলিকপ্টারযোগে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী।