বিজয়ের রাঙা প্রভাতে : সুফিয়ান আহমদ চৌধুরী
পূবের আকাশে এই দিনে
সূর্যকে অন্যরকম মনে হয়
যেন লাল অথবা লাল সবুজের মতো
আমার স্বদেশ এই দিনে
নতুনের গান শুনেছিল
বিজয়ের রাঙা শাড়ি পরে
সন্তানের জন্য অপেক্ষায় ছিল
তারপর কেঁদেছিল ফিরে না আসা
সন্তানের কথা শুনে
আমরা যারা আনন্দে বিভোর ছিলাম
ঐদিন স্তম্ভিত হয়েছি আর মোনাজাত করেছি
শহীদ যোদ্ধাদের শান্তির জন্যে।
আমার স্বদেশ-জননীর প্রিয় মুখ
এই দিনে স্বপ্নের মতো ভেসে উঠে
পূবের আকাশে রক্তিম সূর্যের মতো
বিজয়ের রাঙা প্রভাতে।
সুফিয়ান আহমদ চৌধুরী
ধোপাদিঘির পূর্বপার, সিলেট।
০১৭১৯ ০১১৮৯৮২