তাহিরপুর সীমান্ত থেকে কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও সীমান্ত থেকে এহসানুল হক(২৫) নামের এক কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের ফজলুল হকের ছেলে। বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁরাগাঁও সীমান্তের ১১৯৬ পিলার সংলগ্ন লালঘাট এলাকা দিয়ে চোরাচালানী নজরুল মিয়া,হরমুজ আলী ও আব্দুল আলী প্রায় ২০-২৫জন শ্রমিককে অবৈধভাবে কয়লা পাচাঁরের জন্য ভারতে পাঠায়। এসময় বিএসএফ তাড়া করে শ্রমিক এহসানুল হককে আটক করে নিয়ে যায়। আর অন্যান্যরা দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মহসিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত শ্রমিককে ফেরত আনার চেষ্টা চলছে।