বিশ্বনাথে শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী ফজর আলী আর নেই
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মো. ইউসূফ আলীর পিতা প্রবীণ মুরব্বী হাজী মো. ফজর আলী উরফে ঠাকুর আলী আর নেই। তিনি ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মরহুমের জানাযার নামাজ শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা মো. ইউসূফ আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুদ্দিন ফুলতলী।
জানাযার পরে পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে মরহুম হাজী মো. ফজর আলী ঠাকুর আলীর দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে মরহুম হাজী মো. ফজর আলী ঠাকুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসকাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসকাব নেতৃবৃন্দ মরহুমের রুহেরআতœার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকপ্রকাশকারীরা হলেন বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, রফিকুল ইসলাম কামাল, জামাল মিয়া, আবুল কাশেম।