ইসকন মন্দিরে সিলেট বিভাগীয় নামহট্র সম্মেলন আগামী ২৬ নভেম্বর শুরু
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেটের উদ্যোগে ৩ দিন ব্যাপী সিলেট বিভাগীয় নামহট্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর সিলেট নগরীর কাজলশাহস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে, ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শুভাগমন উপলক্ষে অভ্যর্থনা,সকাল সাড়ে ১১ টায় কীর্তন,দুপুর ১২ টায় ভাগবতীয় প্রবচন। স্থান বগলাবাজার,হবীগনজ দ্বিতীয় অধিবেশন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শুভাগমন উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান ইসকন মন্দিরে অনুষ্ঠিত হবে বিকেল ৫ টায়। সন্ধ্যা ৭ টায় মনুষ্য জীবনের উদ্দেশ্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর বৃহষ্পতিবার সকাল ৮ টায় শ্রীমদ্ভাগবত প্রবচন,সকাল সাড়ে ৯ টায় হরিনাম সংকীর্তন,সকাল ১০ টায় নামহট্র প্রচারে গৃহস্থ ভক্তের ভুমিকা ও করনীয় শীর্ষক সেমিনার। দুপুর ১২ টায় শ্রীবাস ঠাকুরের মহিমা কীর্তন,বিকেল ৪ টায় গ্লোরিয়াস হরিনাম সংকীর্তন,বিকেল ৫ টায় সেমিনার গৃহে বসে কৃষ্ণ ভজন। সন্ধ্যা সাড়ে ৬ টায় ভজন কীর্তন,সন্ধ্যা ৭ টায় ভাগবতীয় প্রবচন ও রাত ৮ টায় ম্যাগাজিন অনুষ্ঠান নামহট্র বিনোদন। ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৮ টায় গুরু গ্লোরিয়াস, সকাল সাড়ে ৯ টায় নামহট্র বিভাগীয় সম্মেলন,সকাল ১০ টায় সিলেট বিভাগের সকল নামহট্র সদস্যদের পরিচিতি পর্ব ও প্রচার বিবরণী পেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীধাম মায়াপুর ভারতের ইসকন নামহট্র এর পরিচালক শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ,ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রম্মচারী হরেকৃষ্ণ নামহট্র মায়াপুর ভারতের কো-ডিরেক্টর শ্রীপাদ পদ্ধনেএ দাশ ব্রম্মচারী, নামহট্র কলকাতার জেলা পরিদর্শক শ্রীপাদ ভাগবত কীর্তন দাশ ব্রম্মচারী, পুর্ব ও পñিম মেদিণীপুর পñিমবঙ্গ কো-ডিরেক্টর শ্রীপাদ পরম দয়াল দাশ ব্রম্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাশ ব্রম্মচারী। বিকেল ৩ টায় কীর্তন মেলা,বিকেল ৪ টায় সেমিনার,বিকেল ৫ টায় প্রশ্নোওর পর্ব,সন্ধ্যা ৭ টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতী ও রাত ৮ টায় বৈদিক নাটক। ৩ দিন ব্যাপী নামহট্র সমে¥লনে সর্বস্তরের গৌরভক্ত বৃন্দকে স্বতঃস্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাশ ব্রম্মচারী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি