হারিছ-আরিফের চার্জশীট থেকে নাম প্রত্যাহারের দাবীতে জকিগঞ্জে তৃণমূল বিএনপির মিছিল সমাবেশ
জকিগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী এস.এম.কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে প্রত্যাহার ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবীতে গতকাল শনিবার বিএনপির মিছিলে উত্তাল হয়ে উঠে জকিগঞ্জ পৌর শহর। দুপুর ২টা থেকে উপজেলা ও পৌর শাখার ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, জিয়া মঞ্চসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে জকিগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গনে সমবেত হয়। শতস্ফূর্তভাবে নেতাকর্মীরা বেলা ৩টায় একত্রিত হয়ে বিশাল মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্ত্বরে সমাবেশে যোগ দেয়। উপজেলা কৃষকদল আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস শহীদ মাসুকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুক আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক হাসান আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল বাইছ, পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর শাহ্ চৌধুরী হেলাল, হাজী চেরাগ আলী, নাসির উদ্দিন নছির, শফিকুর রহমান, ইসমাইল হোসেন সেলিম, বেলাল আহমদ, দিদার ইবনে লস্কর, শামছুল ইসলাম লেইছ, শামন আহমদ, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা কৃষকদল সদস্য সচিব কবির আহমদ মেম্বার, উপজেলা শ্রমিকদল সভাপতি মঞ্জুর আহমদ, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, পৌর শ্রমিকদল সভাপতি আব্দুর রহিম হাসু, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক সাইফুল ইসলাম সাচ্চু, উপজেলা জিয়া মঞ্চ সভাপতি হাসান আহমদ, পৌর জিয়া মঞ্চ সভাপতি শাহেদুজ্জামান শাহেদ, পৌর ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম, উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, উপজেলা তাতী দল সভাপতি নমিক আহমদ, উপজেলা জাসাস সভাপতি আব্দুল কাদির প্রমুখ। সভায় বক্তারা বর্তমান সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে বলেন অবিলম্বে পদত্যাগের করে র্নিদলীয় নিরপক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। তারা আরও বলেন বিএনপি নেতাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলার চার্জশীট থেকে নাম প্রত্যাহার ও সিলেটের কৃতিসন্তান এম.ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে না দিলে সীমান্ত অঞ্চল জকিগঞ্জ থেকে জালিম আওয়ামী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।