ইনাতগঞ্জে জেলা পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত
খেলাধুলা মানুষের শরির ও মনকে সুস্থ্য ও সবল রাখে : অতিরিক্ত পুলিশ সুপার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় কয়েক হাজার দর্শকের ঢল নামে। এতে জেলা পুলিশ সুপার একাদশ বনাম ইনাতগঞ্জ ছিতরাইল একাদশ এর মধ্যে খেলা অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় পরে ট্রাইবেকারের মাধ্যমে খেলার সমাপ্তি হয়। ট্রাইবেকারে ছিতরাইল একাদশ৩-২ গোলে জেলা পুলিশ সুপার একাদশকে হারিয়ে বিজয়ী হয়। ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেনের সভাপতিত্বে ও রানা আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান মসুদ আহমদ জিহাদি, বাজার ব্যবাসীয় সমিতির সভাপতি আমন উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহি দেওয়ান চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, আওয়ামীলীগ নেতা শকদিল হোসেন, আবুল কালাম আজাদ, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, চ্যানেল এস এর প্রতিনিধি রাকিল হোসেন, বিশিষ্ট সাংবাদিক এম মুজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজলুর রহমান চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, ছাত্রলীগ নেতা জীবন আহমদ, মাসুক আহমদ, মুহিবুর রহমান প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র পক্ষ থেকে একটি রঙ্গীন টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খেলাধুলা মানুষের শরির ও মনকে সুস্থ্য রাখে। পাশাপাশি নানা অপরাধমুলক কর্মকান্ড থেকে দুরে রাখে। তাই প্রত্যেক যুব সমাজকে মাদক, ইভটিজিং ও অপরাধমুলক কর্মকান্ড থেকে দুরে থাকতে হলে লেখা পড়ার পাশাপাশি অবশ্যই সবাইকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।