ভাড়াউড়া চা বাগানের সহকারী ম্যানেজারের ওপর হামলা
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানকে মারপিট করে গুরুতর জখম করছে চা শ্রমিকরা। ১৭ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে ভাড়াউড়া চা বাগানের বাগান লাইনের নাচঘরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাগান শ্রমিকরা জানিয়েছেন, চা বাগানের ফ্যাক্টরী থেকে প্রায় সময় চা শ্রমিকরা চুরি করে চা পাতা বিক্রি করতো। বাগানের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান চুরির সাথে জডিত কয়েক চা শ্রমিককে এ ব্যাপারে সতর্ক করে দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে নাচঘরের সামনে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের জিএম শিবলী আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।