দক্ষিণ সুরমা থেকে নগদ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে দোকান কর্মচারী উধাও
সুরমা টাইমস রিপোর্টঃ দক্ষিণ সুরমায় ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নগদ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে দোকান কর্মচারী পালিয়ে গেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত রেখেছে। অভিযোগ সূত্রে জানা যায়,টার্মিনাল রোডের ভার্থখলায় অবস্থিত মেসার্স খালেদ এন্ড ব্রাদার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী কিশোরগঞ্জ জেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র নাঈম (২৫) গত ১১ নভেম্বর লোকচক্ষুর আড়ালে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ক্যাশ বাক্স থেকে নগদ দুই লক্ষ ৭০ হাজার টাকা ও ৪৫ হাজার টাকার স্যানিটারী মালামালসহ চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মেসার্স খালেদ এন্ড ব্রাদার্স এর স্বত্যাধিকারী গোলাপগঞ্জ উপজেলার বরায়া হাজীপুর গ্রামের মজাহিদ আলীর ছেলে খালেদ আহমদ বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে ১২ নভেম্বর লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের ব্যাপারো দক্ষিণ সুরমা পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই শফিকুর রহমান জানান,কর্মচারীকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশ চারিদিকে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ যথাসাধ্য আইনানুগ ব্যবস্থা গ্রহনে সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।