হিলারি বা ট্রাম্প- কাউকেই ভোট দেবেন না এক-চতুর্থাংশ ভোটার
আন্তর্জাতিক ডেস্ক:প্রায় এক-চতুর্থাংশ মার্কিন ভোটার বলছেন তারা ডোনাল্ড ট্রাম্প বা হিলারি ক্লিনটন কাউকেই ভোট দেবেন না। তারা কেউই অবশ্য এখনও চূড়ান্ত দলীয় মনোনয়ন পাননি। কিন্তু মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন সবার আগে। এরপরও এক জরিপে প্রতি চার জনের মধ্যে একজন ভোটার জানালেন, তাদের দু’ জন যদি প্রেসিডেন্ট নির্বাচনে দুই বড় দলের প্রার্থী হন, তবে তারা ভোটের দিন বাসায় বসে থাকবেন বা অন্য কাউকে ভোট দেবেন! এ খবর দিয়েছে আমেরিকার রাজনীতি বিষয়ক নিউজ ওয়েবসাইট দ্য হিল।
খবরে বলা হয়েছে, রাসমুসেন রিপোর্টস এ নতুন জরিপ পরিচালনা করেছে। এবারের নির্বাচনে ভোট দেবেন, এমন ভোটারদের মধ্যে হিলারি ও ট্রাম্প উভয়ে ৩৮ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। কিন্তু জরিপে অংশগ্রহণকারী ১৬ শতাংশ ভোটার বলছেন, তারা প্রয়োজনে তৃতীয় কোন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবেন। ৬ শতাংশ বলছেন তারা বাসায় বসে থাকবেন। বাকি ২ শতাংশ এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না।
নতুন এ জরিপ মতে, রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেলে ৬৬ শতাংশ ভোটারই তাকে ভোট দেবেন। ১০ শতাংশ ভোট দেবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে। ১৬ শতাংশ রিপাবলিকান ভোটার তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন। ঘরে বসে থাকবেন ৫ শতাংশ রিপাবলিকান। অপরদিকে হিলারি যদি ডেমোক্রেটিক দলের প্রার্থী হন, তাহলে ৭৫ শতাংশ ডেমোক্রেটই তাকে সমর্থন দেবেন। ১১ শতাংশ ডেমোক্রেট ভোটার ভোট দেবেন ট্রা¤পকে! ১১ শতাংশ ভোটার স্বতন্ত্র কাউকে ভোট দেবেন। বাকি ৩ শতাংশ বসে থাকবেন ঘরে!
ডেমোক্রেটিক বা রিপাবলিকান কোন দলের সঙ্গেই সংশ্লিষ্ট নন, এমন ভোটারদের মধ্যে ট্রাম্প এগিয়ে আছেন। ৩৮ শতাংশ সমর্থন দিচ্ছেন ট্রাম্পকে। হিলারি পাচ্ছেন ২৭ শতাংশের সমর্থন। কিন্তু এমন ভোটারদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই বলছেন, তারা তৃতীয় কোন প্রার্থীকে ভোট দেবেন বা ঘরে বসে থাকবেন।
নারী ও পুরুষ ভোটারদের মতের মধ্যে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয়নি। গত ২৫-২৬ই এপ্রিলের মধ্যে প্রায় ১০০০ ভোটারের মধ্যে এ জরিপ করা হয়।