সিলেটে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট: সিলেটে একটি কলোনিতে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাসিন্দাদের।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মেজরটিলায় দিপীকা-৯ বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, মাহবুবুর রহমান সিদ্দিকীর মালিকানাধীন কলোনিতে ৩০টি বাসা রয়েছে। ফজর নামাজের পর কলোনির বিদ্যুৎ চলে যায়। এমন সময় একটি কক্ষে আগুন লাগলে নিমিষে তা অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে কলোনির ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সিলেট দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে যান। অগ্নিকাণ্ডে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকল বাহিনীর টিম লিডার গোলাম মজনু।