বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত সোমবার
ডেস্ক রিপোর্ট:জ্বালানি তেলের দাম কমানোর প্রেক্ষিতে যাত্রীবাহী বাসের ভাড়া কমানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত সোমবার জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গাজীপুরে সরকারি নির্মাণকাজ পরিদর্শনে এসে শুক্রবার সকালে ভাড়া কমানোর বিষয়ে সোমবারের বৈঠকের কথা জানান তিনি।
তিনি বলেন, সোমবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএর ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেদিনই ভাড়া কমানোর ঘোষণা আসতে পারে।
গত ২৪ এপ্রিল থেকে জ্বালানি তেলের দাম কমানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেন ও পেট্রোল লিটারে কমেছে ১০ টাকা আর ডিজেল কেরোসিন প্রতিলিটারে কমেছে তিন টাকা করে।