খাদিমনগর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট :: সিলেট সদর উপজেলার খাদিমনগর থেকে অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় খাদিমনগর ইউনিয়নের খাটুকুড়ি গ্রামের ময়না মিয়ার ফিসারি থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় পথচারীরা ফিসারিতে অজ্ঞতনামা ব্যক্তির লাশ মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, খাদিমনগর ইউনিয়নের খাটুকুড়ি গ্রামের ময়না মিয়ার ফিসারি থেকে এ লাশ উদ্ধার করে হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার লোক জনের কাছ থেকে জানা য়ায়, ঐ ব্যক্তি পাগল বেশে এলাকায় ঘুরাফেরা করতো।