সুনামগঞ্জের ২৬ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

20491ডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন। ২টিতে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থীরা। অপর ২টিতে জাতীয় পার্টি ও জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী জয়লাভ করেছেন।

রঙ্গারচর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ। জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের।

সুরমা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নবাগত প্রার্থী আব্দুস সাত্তার ডিলার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একই দলের বিদ্রোহী প্রার্থী আমির হোসেন রেজা। কুরবান নগর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল বরকত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী কোহিনূর আলম।

মোল্লাপাড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী আব্দুস ছোবহান। লক্ষণশ্রী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল অদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী হাজী ইয়াকুব বখত বহলুল। গৌরারং ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান ফুল মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিয়তের প্রার্থী মাওলানা আব্দুল ওয়াহাব।

মোহনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী হাজী মাইন উল হক। কাঠইর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জমিয়তুল উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি শামছুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী ফারুক আহমদ মেনর।

বিকেল সাড়ে ৩টায় জালভোট দিতে গিয়ে সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৫জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দোয়ারাবাজার: উপজেলার সুরমা ইউপিতে আওয়ামী লীগের খন্দকার মামুনুর রশিদ, দোহালিয়া ইউপিতে আওয়ামী লীগের আনোয়ার মিয়া আনু, লক্ষীপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী আমিরুল ইসলাম, নরসিংপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী একেএম আইয়ুবুর রহমানী, বাংলাবাজার ইউপিতে আওয়াম লীগের বিদ্রোহী জসিম উদ্দিন রানা, মান্নারগাঁও ইউপিতে বিএনপির আবু হেনা আজিজ, দোয়ারাবাজার সদর ইউপিতে বিএনপির আব্দুল বারী, বোগলাবাজার ইউপিতে বিএনপির আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপিতে বিএনপির বিদ্রোহী ফারুক আহমদ জয়ী হয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ: উপজেলার জয়কলস ইউপিতে আওয়ামী লীগের মো. মাসুদ মিয়া, দরগাপাশা ইউপিতে আওয়ামী লীগের মনির উদ্দিন, শিমুলবাঁক ইউপিতে আওয়ামী লীগের মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী নুরুল হক, পশ্চিম বীরগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপিতে বিএনপির আমিনুর রশীদ, পুর্ব পাগলা ইউপিতে বিএনপির বিদ্রোহী আক্তার হোসেন এবং পূর্ব বীরগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নুর কালাম বিজয়ী হয়েছেন।