রাবি অধ্যাপককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্টঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম রেজাউল করিম সিদ্দিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে মহানগরীর শালবাগান বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষক বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে শালবাগান বটতলা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে হেলমেট পরা দুই যুবক তার গলাতে কোপ দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।