ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভূতপূর্ব সাফল্য
সিলেট শহরতলীর ইসলামপুরস্ত জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০১৫ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সিলেট সদর উপজেলার মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ১ম, ২য় স্থান অধিকারের পাশাপাশি ৫টি টেলেন্ট পুল সহ মোট ১০টি বৃত্তিলাভের গৌরব অর্জন করেছে। ট্যালেন্ট পুলে বৃত্তিলাভ কারী ছাত্রদের মধ্যে যথাক্রমে হাফিজ ছাদিকুর রহমান, মো: রেজাউল করিম সালিম, সানিউল ইসলাম তুষার, মুহিবুর রহমান মুহিব, উম্মে মারিয়াম জান্নাত। সাধারন গ্রেডে বৃত্তিলাভকারী ছাত্র ছাত্রীরা হল যথাক্রমে মুস্তাফিজুর রহমান রাহাত, আবু হায়াত জাহান, আলবাব আহমদ চৌধুরী, উম্মে সালমা রেফা, নাদিয়া আক্তার এশা।
উল্লেখ্য যে, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০১০ সালে সিলেট জেলায় ১ম স্থান অধিকার করেছিল। মাদ্রাসার ঈর্ষনীয় সাফল্যে প্রিন্সিপাল সহ শিক্ষক মন্ডলী, পরিচালা পর্ষদ ও অভিভাবক মন্ডলী সহ ছাত্র/ছাত্রীরা অভিভূত। মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও উন্নতির লক্ষে সকলের নিকট দোয়া প্রার্থী।