চণ্ডিগড়ে বারে স্বল্প বসনা নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট :: ভারতের চণ্ডিগড়ে নিষিদ্ধ হতে যাচ্ছে নারীদের শর্টস্কার্ট। সেখানে ডিসকো পার্টি বা অন্যান্য আয়োজনে স্বল্প বসনা নারী, যুবতীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন সব ঘটনা বন্ধে পদক্ষেপ নিচ্ছে চণ্ডিগড় প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, শহরের বার ও ডিসকো পার্টিগুলোতে জাতীয়তাবিরোধী উপদানেরও আধিক্য ঘটছে। তাই এসব দমন করতে প্রশাসন ‘কন্ট্রোলিং অব প্লেসেস অব পাবলিক এমিউজমেন্ট, ২০১৬’ নামের নীতিমালা হাতে নিয়েছে। এটি কার্যকর হয়েছে ১লা এপ্রিল থেকে। এর অধীনে বারের সময় কমিয়ে দেয়া হয়েছে দু’ঘণ্টা। এ নীতি যারা মানবে না তাদের ব্যবসা পরিচালনার অনুমোদন প্রত্যাখ্যানের জন্য ক্ষমতা দেয়া হয়েছে উপ-কমিশনার, মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার, চণ্ডিগড় পুলিশের এসএসপি, ডাইরেক্টর, স্বাস্থ্য খাতের কর্মকর্তা, আয়করবিষয়ক কমিশনারদের। এতে বলা হয়েছে, যদি কোনো বারে স্বল্প বসনের নারী প্রদর্শন করা হয় অথবা তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করানো হয়, অশালীনতার অভিযোগ পাওয়া যায়, রাষ্ট্রদ্রোহের মতো কোনো ঘটনা থাকে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের মতো কোনো কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায় তাহলে ওই বার বা ডিসকো পরিচালনা করতে দেয়া হবে না।