বালাগঞ্জে তৃণমূল নেতাদের ভোটে নৌকার মাঝি হচ্ছেন যারা
এসএম হেলাল, বালাগঞ্জ: আসন্ন ইউপি নির্বাচনে বালাগঞ্জের ৬টি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশি থাকায় নৌকার কান্ডারী মনোনয়নে গত শুক্রবার তৃণমূল নেতাকর্মীদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উপজেলা পছন্দের প্রার্থীকে ভোট প্রধান করেন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া। দলীয় নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা শাখার যুগ্নসাধরণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, নাছির উদ্দিন খান প্রমূখ। কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ভোটের ফলাফল ও দলের মনোনীত প্রার্থীরদের নাম ঘোষনা করা হবে দায়িত্বশীল সূত্রে জানানো হয়। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাদের বেশী ভোট প্রাপ্তরাই নৌকার কান্ডারী হবেন। এবং অনুষ্ঠিত নির্বাচনে ভোট বেশী পেয়েছেন ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের যুক্তরাজ্য আ’লীগ নেতা আব্দুল মতিন। প্রার্থী হিসেবে তাঁর প্রতিন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. সান উল্লাহ। ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে, আ’লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর কাদির খসরু, প্রতিদ্বী অন্য প্রার্থিরা ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশদি চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. দুদু মিয়া আ’লীগ নেতা মো. আব্দুল জলিল। ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে যুক্তরাজ্য আ’লীগ নেতা আমিরুল ইসলাম মধু। তাঁর প্রতিন্ধী ছিলেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও আজমল আলী। ৫নং বালাগঞ্জ ইউনিয়নে বালাগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাকদ এমএ মতিন ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জুনেদ মিয়া সমান ভোট পেয়েছেন তাদের প্রতিন্দ্বীরা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন মনছুর। ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নে, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হিমাংশু রঞ্জন দাস, প্রতিদ্বী প্রার্থী আজমল রউফ বেগ, ও মো, নানু মিয়া। তবে ২নং বোয়ালজুড় ইউনিয়নে নৌকা প্রতিকের কোন প্রতিন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বদিতায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও একাধিক বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. আনহার মিয়া একমাত্র প্রাথী হিসেবে মনোনীত হয়েছেন। ইতিমধ্যে সিলেট জেলা দায়িত্বশীলরা প্রার্থীদের তালিকা ঢাকায় দলীয় নির্বাচনী বোর্ডে প্রেরণ করেছেন বলে জানা গেছে।