বিশ্বনাথে ৮ চেয়ারম্যান ও ১৮ সাধারণ সদস্যের মনোনয়নপত্র প্রত্যাহার
ডেস্ক রিপোর্টঃ বিশ্বনাথ উপজেলার ৭ ইউনিয়নে ৭মে ৪র্থ দফায় অনুষ্ঠিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে’ প্রতিদ্বন্দিতা করার লক্ষে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ২৬ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১৮ জন প্রার্থী।
মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় রয়েছেন উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, ৬৩টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৭৮ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন’সহ সর্বমোট ৩৭৬ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ‘লামাকাজী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী শামছুল হক মোল্লা, ‘খাজাঞ্চী ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন, ‘রামাপাশা ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন, আলা উদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ আজিজুর রহমান, রামাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নেছার আহমদ, ‘দৌলতপুর ইউনিয়নে’ স্বতন্ত্র প্রার্থী আবদুল আলী।
এরমধ্যে ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ শাহ আসাদুজ্জামান আসাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল জলিল জালাল’কে, ‘রামাপাশা ইউনিয়নে’ নেছার আহমদ বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ’কে সমর্থন প্রদান করেছেন।
সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- ‘খাজাঞ্চী ইউনিয়নে’ সেবুল মিয়া (৪নং ওয়ার্ড), এইচ এম নুরুল আমীন (৫নং ওয়ার্ড), ‘অলংকারী ইউনিয়নে’ চেরাগ আলী, ফারুক আহমদ (৩নং ওয়ার্ড), সাইদুর রহমান রাজু (৪নং ওয়ার্ড), নুরুল ইসলাম (৫নং ওয়ার্ড), ‘রামাপাশা ইউনিয়নে’ নিজাম উদ্দিন, আজিজুর রহমান (২নং ওয়ার্ড), ফরিদ আহমদ, রোশন আলী, সোনা মিয়া (৪নং ওয়ার্ড), রমজান আলী (৬নং ওয়ার্ড), আশিক আলী (৯নং ওয়ার্ড), ‘দৌলতপুর ইউনিয়নে’ আমির আলী (২নং ওয়ার্ড), নাজিম উদ্দিন (৯নং ওয়ার্ড), ‘বিশ্বনাথ সদর ইউনিয়নে’ আবদুর রহমান (৪নং ওয়ার্ড), আবদুল মতিন (৬নং ওয়ার্ড), ‘দেওকলস ইউনিয়নে’ শামীম আহমদ (৬নং ওয়ার্ড)।