২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল
ডেস্ক রিপোর্ট :: তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ‘সংহতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল ছাত্র জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় সিলেট কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে, তনুসহ সারাদেশে সংগঠিত সকল নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহবান জানান।
সংহতি সমাবেশে বক্তারা আরো বলেন, দেশের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত অঞ্চল ক্যান্টনমেন্টের ভেতর সোহাগী জাহান তনুর হত্যাকান্ডের প্রায় মাসখানেক অতিবাহিত হতে চললো কিন্তু ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার তো দূরের কথা চিহিৃতই করতে পারেনি সরকার কিংবা প্রশাসন। অথচ তনুর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানী এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে, আবার সরকারের কর্তাব্যাক্তিদের বক্তব্য এবং তদন্তের নামে দীর্ঘসূত্রিতা প্রচ্ছন্নভাবে অপরাধীদের উৎসাহ যোগাচ্ছে। শুধু তনু হত্যাকান্ড নয় বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র এই রকম যৌন নিপীড়ন অব্যাহত মাত্রায় ঘটে চলেছে, অথচ প্রায় কোন ঘটনারই কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার।
প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখার অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ সিলেট জেলার সম্বনয়ক আবু জাফর, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সংগঠক তামান্না আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশগুপ্ত, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার আহবায়ক অপু কুমার দাশ, ছাত্র ইউনিয়ন মদন মোহন কলেজ সংসদের সংগঠক সরোজ কান্তি দাস, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্র ইউনিয়ন পলিটেকনিক্যাল কলেজ শাখার সংগঠক পার্থ সারথি তালুকদার, ছাত্র ফ্রন্ট এম.সি কলেজ শাখার সংগঠক আল-আমিন প্রমুখ। সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দীকা রনি।