বিশ্বনাথে নববর্ষ প্রীতি ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। ৪০ উর্দ্ধ প্রবীণ খেলোয়ারদের নিয়ে নববর্ষ ‘‘প্রীতি ফুটবল’’ টুর্ণামেন্ট নামে এই খেলার আয়োজন করে রামধানা যুব সমাজ। শুক্রবার বিকেলে রামধানা গ্রামের মাঠে নীলদল ও হলুদ দলের মধ্যে এ খেলা অনুষ্টিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল কোন গোল না করতে পারায় গোল শুন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৫-৩ গোলে হলুদ দল নীলদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামের প্রবীণ মুরব্বী ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী আব্দুল ওদুদ বিএসসি। যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিনের সভাপতিত্ব এবং সাংবাদিক ছালেহ আহমদ শান্ত ও ধারাভাষ্যকার রাজা মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য (বার্মিহাম) যুবদলের সভাপতি গুলজার আহমদ ফয়ছল, সমাজ সেবক ফারুক আহমদ, রাজুক মিয়া রাজ্জাক, সফিক মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আছাব আলী, লিয়াকত আলী, জয়নাল মিয়া, আব্দুস সালাম, আবুল লেইচ, তাজুল ইসলাম, আব্দুল বারী, আব্দুল মুতলিব, মন্নান মিয়া, ছাদেক মিয়া, বাদশা মিয়া, কবির মিয়া, সেলিম আহমদ, নোমান আহমদ, সাংবাদিক এনামুল হক মামুন, দিলোয়ার, সাঈদ, লিপন, আলীম উদ্দিন, রাসেল, আলেক্স, শিব্বির, খয়ের, ফয়ছল প্রমুখ। খেলা শেষে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। বাংলা নববষের্র আনন্দকে ভাগাভাগি করতেই মূলত এই ব্যতিক্রমধর্মী টুর্ণামেন্টের আয়োজন বলে জানিয়েছেন রামধানা যুব সমাজের নেতৃবৃন্দ।