দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি ১৬ই এপ্রিল (শনিবার) দুপুরে জানানো হয়।
এ ব্যাপারে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ১৭ই এপ্রিল (রবিবার) ভারতের পশ্চিমবঙ্গের হিলিসহ পুরো দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচন।
যার কারণে ঐ দিন ভারতে সরকারী ছুটি থাকবে। তাই সে দেশের রপ্তানীকারকরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি করবেন না। তবে ১৮ই এপ্রিল (সোমবার) থেকে বন্দর দিয়ে ফের আমদানি-
রপ্তানি বাণিজ্য চালু হবে, বলে জানিয়েছেন বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ঐ কর্মকর্তা।
এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, লোড-আনলোড, পণ্য ডেলিভারি দেওয়াসহ পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে, বলে জানা যায়।