সিলেটে কালবৈশাখী ঝড়ে মাজার সমেত শতবর্ষি গাছ উপড়ে পড়লো মাদ্রাসার চালে
ডেস্ক রিপোর্টঃ শনিবারের কালবৈশাখি জড়ে সিলেট নগরীর শাহী ঈদগাহ হযরত শাহ মীর (রহঃ) মাজারের পাশ্ববর্তী শতাধিক বছরের বটগাছ মাজার সমেত উপড়ে পড়েছে। গাছটি মাজারের পাশের হযরত শাহ মীর (রহঃ) মাদ্রাসার একাংশে উপর গিয়ে পড়ে। এতে মাদ্রাসার টিনের চাল উপড়ে পড়লেও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি।
এদিকে, মাজারসহ গাছ উপড়ে পড়ায় শাহ মীর (রহঃ) মাজারের ব্যাপক ক্ষতি হয়। মাজারের দেয়াল ও মেঝে ভেঙ্গে পড়ে। শনিবার সকালের ঝড়ে এ ঘটনা ঘটে।
ঝড়ে মাজার সমেত শতবর্ষি গাছ উপড়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন কামরানসহ বিশিষ্টজনেরা। এসময় মাজারটি সংস্কারের আশ্বাস দেন কামরান।
শাহী ঈগহাহ গাছ উপড়ে পড়া ছাড়াও শনিবারের ঝড়ে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নগরীর নয়া সড়ক এলাকাস্থ কিশোরী মোহন উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি গাছ উপড়ে পরে ওই এলাকার বাসিন্দা শামীম মিয়ার ঘরের উপর। এতে ঘটের চাল ভেঙ্গে যায় ও শামীম মিয়া আহত হন।
একই এলাকার খ্রিষ্টান মিশনে গাছ উপড়ে সুরেশ দাস ও বেলি হাওলদারের ঘরের উপর পড়ে। এতে তাদের ঘরের ব্যাপাক ক্ষয়ক্ষতি হয়েছে। খ্রিষ্টান মিশনে জল বিশ্বাস নান্টু (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
নগরীর শাহী ঈদগাহ এলাকায় ৩৩ হাজার বোল্ডের বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। নগরীর মিরাবাজার এলাকায় একটি বিলবোর্ড উপড়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে নগরীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটে কালবৈশাখি ঝড়ের সাথে ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছে। এই অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।