পাখির নিরাপদ আশ্রয়ে গাছে গাছে কলস বেঁধে দিল, সামাজিক সংঘঠন- “Bee”
মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- পাখির নিরাপদ আবাসন, বসবাস যোগ্য করে প্রজনন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবার এগিয়ে এসেছে দিনাজপুর জেলার এক সেচ্ছাসেবী সামাজিক সংঘঠন- “Bee”। জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরের বিভিন্ন স্থানে সারেজমিনে গিয়ে দেখা যায় পাখির নিরাপদ আবাসন, বসবাস যোগ্য করে প্রজনন বৃদ্ধির জন্য গাছে গাছে মাটির কলস বেঁধে দিয়েছে এ সেচ্ছাসেবী সামাজিক সংঘঠনটি।
এ ব্যাপারে সংঘঠনটির সভাপতি শাহাজুল ইসলাম জানায়, পাখি না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে না। তাছাড়া কৃষিতে রয়েছে পাখির অভাবনীয় ভূমিকা। তাই পাখিদের নিরাপদ আবাস-স্থল ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে আমাদের এ উদ্যোগ হাতে নেওয়া।
পাখির অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও কৃষিতে লোকসানের হাত থেকে বাঁচাতে তাদের এ কর্মকান্ড অব্যাহত থাকবে, বলে জানায় সংঘঠনটির বেশ কয়েকজন সদস্য।