ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কাতালোনিয়া সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী গুমের দীর্ঘ ৪ বছর পূর্তি হলেও এখনোও বিএনপির এই প্রভাবশালী নেতার কোনো হদিস পাওয়া যায় নাই। অবিলম্বে ইলিয়াস আলি কে ফিরে পাওয়ার দাবিতে কাতালোনিয়া’র একটি হোটেলে গত বুধবার রাত ৮ ঘটিকার সময় কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি আক্কাস মিয়ার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক লিটু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টার জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাজন আহমদ, সহ-সভাপতি সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এম লায়েবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আনাম।
এছাড়া উপস্থিত ছিলেন, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতা, টুনু মিয়া, সাহিন তালুকদার, আতিক, হেলাল খাঁন, সাহিন আনোয়ার, এম সামীম, জুবায়ের, মাহবুব আলী সুমন, রবিউল মিয়া, হোসাইন, ইমরান আহমেদ, জুবেদ , দুলু মিয়া প্রমূখ।।