ঐতিহ্য ভুলিয়ে দিতে চলছে নানা ফন্দিফিকির : খালেদা জিয়া
ডেস্ক রিপোর্টঃ বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে ভুলিয়ে দিতে নানা ফন্দিফিকির চলছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া বলেছেন, ‘সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির জমাট মোজাইককে ভেঙে ফেলার জন্য বিদেশি আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।’
তিনি বলেছেন, ‘আবহমানকাল ধরে নতুন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ। অনন্তকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকার মিশে থাকে নতুন বছরের শুভাগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য।’
কাল পহেলা বৈশাখ উপলক্ষে দেশ-বিদেশে থাকা সব বাংলাদেশিকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পহেলা বৈশাখে দৈশিক চেতনা জেগে উঠে মন্তব্য করে খালেদা জিয়া বলেছেন, ‘প্রতিবছর নববর্ষ হিরণ্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়।’
কালের গর্ভে হারিয়ে যেতে থাকা বিগত বছর নিয়ে তিনি বলেন, ‘গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ। বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।’
দেশজুড়ে ‘ভয়াবহ দুর্দিন’ চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশের এই চরম সংকটকালে আমাদের ভাষা, সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সকল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
চিরায়ত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়।’