মন্ট্রিয়লে গোপাল চন্দ্র দেব স্মরণানুষ্ঠান
কানাডার মন্ট্রিয়ল থেকে সিবিএনএ :মন্ট্রিয়ল প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা গোপেন দেবের পিতা সদ্য প্রয়াত শ্রী গোপাল চন্দ্র দেবের স্মরণে গত ৯ এপ্রিল এক স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়।মন্ট্রিয়লস্থ ২৭২১ জলিকরের একটি রিসিপশন হলে অনুষ্ঠিত এই সভায় প্রয়াতের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন এডভোকেট সুনীল কুমার দাশ, লূৎফুল হায়দার, মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদার ও শর্মিলা ধর। শোকসঙ্গীত পরিবেশন করেন মীরা রানী দাশ, মুনমুন দেব, সোমা চৌধুরী, দেবপ্রিয়া কর রুমা ও জয়ন্ত ভৌমিক।পুরোহিত শ্রী রীতীশ চক্রবর্তী প্রয়াতের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা মূলক বক্তব্য রাখেন।প্রয়াতের নাতনী রিচি দেব ও নাতি গহন দেব রাজ তাদের দাদুকে স্মরণ করে লেখা পাঠ করে। প্রয়াত গোপাল চন্দ্র দেবের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অনুষ্ঠানের উপস্থাপক শক্তিব্রত হালদার মানু। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান গোপেন দেব। সবশেষে নৈশভোজের মাধ্যমে ‘মাছ-স্পর্শ’ পর্বটি অনুষ্ঠিত হয়। এছাড়া গত ৭ এপ্রিল সনাতন ধর্ম মন্দিরে প্রয়াতের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। এটি পরিচালনা করেন পুরোহিত রীতীশ চক্রবর্তী।ঐদিন সন্ধ্যায় প্রয়াতের বড় ছেলে গোপেন দেবের বাসায় অনুষ্ঠিত হয় কীর্তন। একইদিনে প্রয়াত গোপাল চন্দ্র দেবের ছোট ছেলে নান্টু দেব সিলেটে এবং মেঝো ছেলে মিন্টু দেব নিউ ইয়র্কে অনুরুপ কর্মসূচি পালন করেন।মন্ট্রিয়লের স্মরণ সভায় বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত হয়ে প্রয়াত গোপালচন্দ্র দেবকে শ্রদ্ধা নিবেদন করে।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী গোপাল চন্দ্র দেব গত ৮ মার্চ ঢাকা থেকে নিউ ইয়র্ক আসার পথে মধ্যাকাশে বিমানে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।