জৈন্তাপুরে চেয়ারম্যান প্রার্থীদের বিরামহীন প্রচারনা

আওয়ামীলীগ, বিএনপির পাশাপশি পিছিয়ে নেই সতন্ত্র প্রার্থীরা

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধিঃ ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে সামনে রেখে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারনা। দিন যত ঘনিয়ে আসছে প্রচারনায় মুখরিত হয়ে উঠছে উপজেলার ৬টি ইউনিয়ন।
দলীয় প্রতিকে নির্বাচনে জৈন্তাপুরের ৬টি ইউনিয়নের দখল পেতে চায় বিএনপি। সে জন্য তারা বিরামহীন প্রচার প্রচারনা চালাচ্ছে। কারন বিশ্লেষন করে দেখা যায় দলীয় নির্বাচনের আগেই উপজেলা ৬টি ইউনিয়নের ৪টি ইউনিয়ন বিএনপি সমর্থীতরা চেয়ারম্যান হিসাবে রয়েছেন। তাই দলীয় প্রতিকের নির্বাচনে তাদের লক্ষ্য ৬টি ইউনিয়নে তাদের মনোনিত প্রার্থীদের বিজয়ী করে চমক সৃষ্টি করতে চায় দলটি। উপজেলার ৬টি ইউনিয়নে মধ্যে ২টিতে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীরা চেয়ারম্যান হিসাবে রয়েছেন। তাই দলীয় প্রতীকের নির্বাচনে ৬টি ইউনিয়ন তাদের মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জোর প্রচার প্রচারনা করে আসছেন দলটি। অপরদিকে দলীয় প্রতীকে পাশাপাশি সতন্ত্র প্রার্থীরা কেন অংশে পিছিয়ে নেই তারাও। তাই ৬টি ইউনিয়নের দখল পেতে চায় সতন্ত্র প্রার্থীরাও। যত দিন ঘনাচ্ছে ততই প্রচার প্রচারনা জমে উঠেছে। সাধারণ ভোটারদের অভিমতে জানাযায় বর্তমান সময়ে নিজপাট ইউনিয়নে এগিয়ে রয়েছে মঞ্জুর এলাহী সম্রাট (নৌকা), ইন্তাজ আলী (ধানেরশীষ), মোঃ আব্দুল্লাহ (মটরসাইকেল) মোঃ কবির আহমদ (ঘোড়া)। জৈন্তাপুর ইউনিয়নে আলমগীর হোসেন (ধানেরশীষ), এখলাছুর রহমান (নৌকা), ফখরুল ইসলাম (ঘোড়া)। চারিকাটা ইউনিয়নে শাহ আলম চৌধুরী তোফায়েল (আসারস), মোঃ আইয়ুব আলী (নৌকা), হোলাল উদ্দিন (ধানেরশীষ), দরবস্ত ইউনিয়নে কামাল আহমদ (নৌকা), বাহারুল আলম বাহার (ধানেরশীষ), মোঃ ছয়ফুল আলম (আনারস)। ফতেহপুর ইউনিয়নে আব্দুর রশিদ (ধানেরশীষ), মোঃ রফিক আহমদ (নৌকা), হানিফ মোহাম্মদ (আনারস) এবং চিকনাগুল ইউনিয়নে এবিএম জাকারিয়া (ধানেরশীষ), আলী আহমদ (নৌকা), আমিনুর রশিদ (আনারস) উপরোক্ত প্রার্থীদের নির্বাচনী মাঠ জমে উঠেছে বলে ভোটারা মনে করছেন। কাক ডাকা ভোর হতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সদস্য (সংরক্ষিত) প্রার্থীদের কর্মী সমর্থকদের নিয়ে ইউনিয়নের পাড়া হমল্লায় গণসংযোগ, পথসভা, প্রচার প্রচারনাই চলছে উপজেলা জুড়ে। এক কথায় বলা যেতে পারে জৈন্তাপুর উপজেলা জুড়ে চৈত্র ঝড় তুফানের সাথে একাকার হয়ে চলছে নির্বাচনের ঝড় তোফান।