সিলেটে ভুমিকম্পে অর্ধশত আহত, ওসমানীতে ৭জন ভর্তি
ডেস্ক রিপোর্ট :: সিলেটে ভূমিকম্পে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ভূমিকম্প শুরু হলে আতংকিত নগরবাসি ছুটাছুটি করতে গিয়ে অনেকে আহত হন। তবে, বড়ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভূমিকম্প শুরু হলে আতংকিত নগরবাসী রাস্তায় নেমে আসেন। অনেকে দালানের ছাদে আশ্রয় নেন। বাসাবাড়ি, ভবন থেকে নামতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ৪জন ও শ্বাসকষ্টজনিত বেড়ে যাওয়া আরো ৩জন ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুকনোজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভূমিকম্পের পর হাসপাতালের জরুরি বিভাগে ভিড় বেড়ে গেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, আঘাতপ্রাপ্ত হওয়ায় ৪জন ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৩জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। এদের প্রায় সকলেই মধ্য বয়সী বলে জানান এই চিকিৎসক।
এদিকে, জেলার জৈন্তিয়া রাজবাড়ির ইরাদেবি মিলনায়তনের পুরনো দেয়ালের একাংশ ভূমিকম্পের সময় ধ্বসে পড়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে, সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খরব পাওয়া যায়নি। তাদের সবগুলো টিম প্রস্তুত আছে। কোথাও কোন দুর্ঘটনার খবর পেলে তারা দ্রুত ছুটে যাবেন।