আ.লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটিতে সুনামগঞ্জের ডন-রীতু
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি কাউন্সিল প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এ কমিটিকে সহযোগিতা করতে আরো ৯ টি উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিল প্রস্তুতি কমিটিতে স্থান পেয়েছেন সাবেক পরররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে সুনামগঞ্জের কৃতি সন্তান আজিজুস সামাদ ডন ও ডনের স্ত্রী মুমতাহিনা রীতু।
কাউন্সিল প্রস্তুতি কমিটির দপ্তর উপ পরিষদের সদস্য হয়েছেন আজিজুস সামাদ ডন। ওবায়দুল কাদের এমপি এ কমিটির আহ্বায়ক ও ড, আবদুস সোবহান গোলাপ সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
হোসেন তওফিক ইমামকে আহ্বায়ক ও ড. হাছান মাহমুদ এমপিকে সদস্য সচিব করে গঠিত প্রচার ও প্রকাশনা উপ পরিষদের সদস্য হয়েছেন আজিজুস সামাদ ডনের স্ত্রী মুমতাহিনা রীতু।